জুমবাংলা ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। শনিবার (৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বিকাল ৫টায় তাকে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
পরিবার জানিয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার এ ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় এরইমধ্যে গত দুদিনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী।
আটক হওয়া আসামিরা হলেন, হিটু শেখ (৫৯), তার ছেলে সজিব শেখ (২০) ও আজিজ শেখ (২৫)। তাদের বাড়ি মাগুরা থানার নিজনান্দুয়ালী গ্রামে।-ইউএনবি
নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার : প্রেস উইং
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।