জুমবাংলা ডেস্ক : বরিশালের উজিরপুরে রোগীর বোনকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে রেজাউল করিম নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে উজিরপুর উপজেলার সাতলা ইউপির আলাদী গ্রামের মায়ের দোয়া ক্লিনিক থেকে তাকে আটক করা হয়।
আটক রেজাউল একই গ্রামের আদম আলীর ছেলে ও ক্লিনিক মালিক। ভুক্তভোগী তরুণীর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকায়।
তরুণীর স্বজনরা জানান, তরুণীর বড় বোনকে ১৬ আগস্ট মায়ের দোয়া ক্লিনিকে ভর্তি করা হয়। অসুস্থ বোনের সেবা-যত্নের জন্য তিনি ক্লিনিকেই থাকেন। রেজাউল করিম ওই তরুণীকে বিভিন্ন সময় তার কক্ষে ডেকে নেন এবং শরীর স্পর্শ করেন। এছাড়া গভীর রাতে তাকে ফোন করে কুপ্রস্তাব দেন। লোকলজ্জায় বিষয়টি গোপন রাখেন ওই তরুণী।
বুধবার সন্ধ্যার পর তরুণীকে ফের কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন রেজাউল করিম। সেখান থেকে কোনোভাবে বেরিয়ে এসে তার ভাইকে বিষয়টি খুলে বলেন। তার ভাই উজিরপুর থানায় বিষয়টি জানান ও লিখিত অভিযোগ দেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লিনিক মালিক ও পল্লী চিকিৎসক রেজাউল করিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।