জুমবাংলা ডেস্ক : অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মুন্সিগঞ্জে সাত নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের এম জে হলিডে রিসোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে ওই রিসোর্টে এসেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পুলিশের সিরাজদিখান সার্কেলের সিনিয়র এএসপি মো. রাজিবুল ইসলাম জানান, আশুরা উপলক্ষে জঙ্গি ও স*ন্ত্রাসী হামলা মোকাবিলায় জেলার ছয় উপজেলায় চেকপোস্ট, পুলিশের টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
শুক্রবার দিবাগত গভীর রাতে সিরাজদিখানের এম জে হলিডে রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় ওই রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় সাতজন নারী ও আটজন পুরুষকে আটক করা হয়। অভিযানে ওই রিসোর্ট থেকে যৌ*ন উত্তেজক জিনিসপত্র ও বেশকিছু কনডম উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আটকদের সিরাজদিখান থানা হাজতে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।