মানিকগঞ্জে জাতীয় কবির ১২৪ তম জন্মবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় সাংস্কৃতিক বিপ্লবী সংঘ মিলনায়তনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু, ঘাতক দালাল নির্মূল কমিটির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাবিসের সধারণ সম্পাদক সাগর আহমেদ মাসুদ, সহ-সভাপতি দিপক সরকার, অর্থ সম্পাদক কামাল আহমেদ কমল, দপ্তর সম্পাদক দোলন গোস্বামী, ক্রীড়া সম্পাদক বাসুদেব গোস্বামী প্রমুখ।

অনুষ্ঠানে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয় এবং নজরুল সংগীত পরিবেশন করা হয়।