মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর বেলুন ও পায়রা উড়ানো এবং ১০১ টি কেক কাটার মাধ্যমে ব্যাপক পরিসরে দিবসটি উদযাপন করে জেলা প্রশাসন।

দিনটি পালন উপলক্ষে জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনগুলো মানিকগঞ্জের শহীদ স্মৃতিস্তম্ভে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে দিনটি পালন উপলক্ষে একটি আনন্দ র্যালি বের হয়। আনন্দ র্যালিটি মানিকগঞ্জ শহরের ভাষা শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও শিশুদের বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


