Advertisement
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের মহাদেবপুরে আজ রবিবার (৮ ডিসেম্বর) বাসচাপায় সাইকেলের এক আরোহীর প্রাণহানি হয়েছে।
নিহতের নাম হাবিবুর রহমান (৫০)। তিনি শিবালয়ের বনগ্রাম এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে।
বরংগাইল পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রুবেল হাসান জানান, দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের মহাদেবপুরে রাজবাড়ী থেকে আসা ঢাকাগামী এম এম পরিবহনের একটি বাস হাবিবুর রহমানকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটিকে আটক করা হয়েছে। ওই বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিবালয় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।