মানিকগঞ্জ প্রতিনিধি: গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জের সদর উপজেলা, শিবালয়, দৌলতপুর ও সিংগাইর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এই ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের উদ্ধোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার মন্ত্রণালয়ের কার্যালয় থেকে অনুষ্ঠানে সংযুক্ত হন।
মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের উদ্ধোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ সিদ্দিকুর রহমান, পিজিসিবির নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ গিয়াস মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও একজন শিক্ষকের সাথে ভিডিও কনভারেন্সের মাধ্যমে কথা বলেন। এর আগে জেলার ঘিওর, সাটুরিয়া ও হরিরামপুর উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্ধোধন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।