Advertisement
জুমবাংলা ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে ঈদে বাড়ি ফেরা যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। খবর ইউএনবি’র।
শুক্রবার দুপুর ১২টার দিকে রাত্রীকালীন যানবাহনগুলো ৭-৮ ঘণ্টার অপেক্ষার পর ফেরি পার হতে শুর করে।
সকাল থেকে ঘাট এলাকায় তিন শতাধিক বাস, ৪ শতাধিক ছোট গাড়ি এবং ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরিপারের অপেক্ষায় আটকে রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে অতিরিক্ত যানবাহনের চাপ মহাসড়কের ১২ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়।
এদিকে শুক্রবার সকাল থেকে গরুবাহী ও জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ মালবাহী ট্রাক পারাপার বন্ধ আছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক মহি উদ্দিন রাসেল বলেন, ঈদের কারণে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। নতুন তিনটি ফেরি বহরে যুক্ত হওয়ার কথা থাকলেও যুক্ত হয়েছে মাত্র একটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।