আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলোকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, জুলাই সনদে কয়েকটি দল স্বাক্ষর না করায় জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংঘর্ষ বাধানো ব্যক্তিদের ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৮ অক্টোবর) জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত সাধারণ সভায় শ্রমিকদের আন্দোলনের প্রসংশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের প্রতিটি আন্দোলনে শ্রমিকদের ভূমিকা অতুলনীয়।
এসময়, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছাত্র-পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে মির্জা ফখরুল সবাইকে সহনশীল আচরণ করার আহ্বান জানান। সেই সাথে জাতীয় নির্বাচনে সকল দলকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, জিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এসময় জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপিসহ ৪টি দলের ভূমিকা নিয়ে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের ব্যানারে সন্ত্রাসী সুযোগ বুঝে ঝামেলা করেছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন।
গনতন্ত্রে ভিন্ন মতের সুযোগ আছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।