মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলায় আইএফআরসি এর সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মুন্সিগঞ্জ ইউনিট কর্তৃক আয়োজিত হাসাইল-বানারী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শত পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার হাসাইল-বানারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয়।
জানা গেছে, পোস্ট অফিসের হাসাইল-ইউনিয়নের আদিগাও, গারুগাও,বানারী গ্রামে ৩৫০ টি পরিবার ও কামারখারা ইউনিয়নের বাঘবাড়ি, বরাইল, চৌসার, জনিসার গ্রামের ১৫০টি বন্যা ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৪ হাজার ৫ শত টাকা এবং ১ প্যাকেট সবজি বীজ প্রদান করা হয়।
রেড ক্রিসেন্ট মুন্সিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহজাহান গাজী জানান, আমাদের রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা কয়েক ধাপে হাসাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শক করি। বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারকে চিহ্নিত করে এই সাহায্য প্রদান করছি।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট মুন্সিগঞ্জ শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর হতে আগত উপ-পরিচালক মোঃ নুরুল আমিন, আই এফ আর সি লাইভলিহুড অফিসার মেহেদী হাসান শিশির, কার্যনির্বাহী কমিটির সদস্য,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও দৈনিক মুন্সীগঞ্জের খবরের সম্পাদক এড. সোহানা তাহমিনা, আব্দুল মতিন হাওলাদার, নার্গিস আক্তার, মোঃ আয়নাল হক স্বপন, গোলাম সারোয়ার ফারুক, যুব রেড ক্রিসেন্ট প্রধান সাইদুর রহমান শাওন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।