Advertisement
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার শাখা নদী থেকে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার গাওঁদিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. সিরাজুল কবীর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীতে ভাসতে ভাসতে পাড়ে এসে পড়েমরদেহটি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ২-১ দিনের মধ্যে স্ট্রোক করে নৌযান থেকে নদীতে পড়ে যায়। নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।