জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে ব্র্যাক কর্মকর্তা সাইফুল ইসলামের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে পুলিশ সীমান্তের বাংলাদেশের ২শ’ গজ অভ্যন্তর মুন্সিপুর এলাকার একটি মেহগনি বাগান থেকে মরদেহ উদ্ধার করে।
মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
নিহত সাইফুল দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের নতুনপাড়ার আবদার আলির ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ব্র্যাকে কর্মরত ছিলেন।
দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক বলেন, রোববার সকালে সাইফুল মাংস কেনার জন্য পীরপুরকুল্লা বাজারে আসেন। এসময় গ্রামের নাজমুল হাসান রতনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইফুলকে রতন মারপিট করেন। সাইফুলকে তার বন্ধুরা দুপুরে বাজারে আসার জন্য ডাকে। তারপর সন্ধ্যায় স্ত্রী সাইফুলকে মোবাইল ফোনে কল দিলে তিনি আর রিসিভ করেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।
তিনি জানান, সোমবার সকালে স্থানীয়রা পুলিশকে জানান দামুড়হুদা মুন্সিপুর সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে সাইফুলের মরদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে মেহগনি বাগান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় দাগ ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।