জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছেন মিল্লাত নামে এক যুবক। বুধবার (১৭ আগস্ট) বিকালে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছৈয়াল বাড়ির মোবাইল টাওয়ারের ঝোপ থেকে বিপন্ন প্রাণীটি উদ্ধার হয়।

এ মোছো বাঘটি স্থানীয় যুবকরা সামাজিক মাধ্যমে প্রকাশ করলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ উপজেলা বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সংরক্ষণের নির্দেশ দেন।
Advertisement
দক্ষিণ চরআবাবিল ইউপি চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু বলেন, বিপন্ন প্রাণীটি উদ্ধার করে স্থানীয় যুবকরা আইনশৃঙ্খলা বাহিনী ও বনবিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


