ক্রিকেটার মোস্তাফিজের নাম ভাঙিয়ে ইটভাটা মালিকের অপকর্ম

জুমবাংলা ডেস্ক : পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পাশে গভীর গর্ত খুঁড়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে একতা ব্রিকস নামে ইটভাটার নামে। এক সপ্তাহ ধরে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ৬ ফোকর স্লুইচগেট সংলগ্ন এ ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী।

অভিযোগ উঠেছে তেতুলিয়া গ্রামের মোখলেসুর রহমান পল্টু ও তার ভাই জাকির হোসেন জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এর ভাই হওয়ায় তাদের নাম ভাঙিয়ে প্রতিনিয়ত এ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।

তেতুলিয়া গ্রামের আলমগীর, হাফিজুর, মুসা, ইসমাইলসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত কোন ধরনের কাগজপত্র ছাড়া জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নাম ভাঙিয়ে তার ভাই মোখলেসুর রহমান পল্টু ও জাকির হোসেন মিলে একতা ব্রিকস নামে কাক শিয়ালি নদীর পাড়ে ইটভাটা পরিচালনা করে আসছে।

বর্তমানে ওয়াবদার বেড়িবাঁধ ও বাঁধের পাশে মাটি কেটে গর্ত খুঁড়ে বাঁধকে ঝুঁকির ভিতরে ফেলেছে। যে কোন সময় বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে বলে ধারণা করছেন তারা।

এলাকাবাসীর দাবি এভাবে যদি প্রতিদিন অবৈধভাবে বেড়িবাঁধের পাশ থেকে মাটি কাটা হয় তাহলে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি চরম হুমকির মুখে পড়ায় জনমনে আতঙ্ক শুরু হয়েছে।

এ প্রসঙ্গে ভাটা মালিক মোখলেসুর রহমান পল্টুর নিকট জানতে চাইলে তিনি জানান, ভাটার কাগজপত্র ইউপি সদস্য আব্দুস সাত্তারের নামে আছে। আমরা শেয়ার কিনেছিলাম বর্তমান আমাদের নামে করার জন্য কাজ চলছে।

পানি উন্নয়ন বোর্ডের বাঁধের মাটিকাটা প্রসঙ্গে জানতে চাইলে তিনি নিজেদের কেনা জায়গা বলে দাবি করে বলেন যদি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ক্ষতি হয় পরে সংস্কার করে দেওয়া হবে।

বিষয়ে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের কালিগঞ্জ উপজেলায় ৫ নাম্বার পোল্ডারের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী শাহনাজ পারভিন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে এর আগে তাকে নিষেধ করা হয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের কথা উপেক্ষা করে যদি কাজ করে থাকে সেটি বন্ধ করে দেয়ার জন্য আমি এখনই লোক পাঠাচ্ছি।

বাংলাদেশের সর্বশেষের জনপদটি সবসময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এর সাথে যুক্ত হয়েছে প্রভাবশালী ইটভাটা মালিকেরা। এই সমস্যা থেকে সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

বলেশ্বর নদীকে ইলিশের নতুন প্রজনন ক্ষেত্র করার প্রস্তাব