নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ পৌরসভা সমিতির (ম্যাব) রংপুর অঞ্চলের সম্মেলন আজ মঙ্গলবার (৫ নভেম্বর) নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুকে সভাপতি এবং রংপুরের পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ম্যাব রংপুর অঞ্চলে ২১ সদস্যের আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
নীলফামারী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ম্যাব এর প্রেসিডেন্ট ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এর উদ্বোধন করেন ম্যাব সাধারণ সম্পাদক ও শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল। রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।
এতে বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গির আলম, পার্বতীপুর পৌরসভার মেয়র মিনহাজুল হক, গাইবান্ধা পৌরসভার মেয়র(ভারপ্রাপ্ত) জি এম চৌধুরী মিঠু প্রমুখ। সম্মেলনে মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো নিয়ে আলোচনা করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু।
রংপুর পৌরসভার ৩১টি পৌরসভার মেয়র, কাউন্সিলর, সচিব, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
ম্যাব প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ বলেন, ইতোমধ্যে দেশের ১১টি অঞ্চলের মধ্যে চারটিতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে বাকি অঞ্চগুলোতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
তিনি জানান, সব অঞ্চলে সম্মেলন শেষে ঢাকায় ম্যাব এর উদ্যোগে সারাদেশের পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সমাবেশের আয়োজন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।