জুমবাংলা ডেস্ক : যশোরে আম্পানের প্রভাবে ফলনের ব্যাপক ক্ষতি। আম, লিচু, কাঠাল চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। কেজির দরে বিক্রয় হচ্ছে লিচু। কেজির দরে বিক্রি করলে প্রতিকেজি লিচু বিক্রি হচ্ছে ৩৫/৪০ টাকা এবং শহ হিসাবে বিক্রি হচ্ছে ৭০/৮০ টাকা ১০০ পিচ।
এসব বাগানিরা অনেকেয় নিশ্ব হয়ে গেছে। যশোর সদরের আমদাবদ গ্রামে কথা হলো এক আম বাগানি সুমনের সাথে, তার কথায় সে বলে আমি মোট ১০টি বাগান কিনেছিলা ১৫ লাখ টাকায়। এখন আমার ১০টা বাগানে কোন আম নেই সব আম পড়ে গেছে এখন আমি একেবারে নিশ্ব হয়ে গেছি।
ওদিকে একই গ্রামে লিচু বাগানি কথা হয় সন্নুর সাথে সে বলে আমি ৫লাখ টাকা দিয়ে ৪টা বাগান কিনেছিলা এখন আমার বাগান ফাকা গাছে আর কোন লিছু নেই আর এখন আর কেউ কিনতেও চাচ্ছেনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।