Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে শনিবার গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৬০ হাজার ২০৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেব থেকে এ তথ্য জানা যায়। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৯৮ হাজার ২০৯ জন। বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটি স্থানীয় সময় রাত সাড়ে আটটায় এ কথা জানিয়েছে।
এ সময় করোনায় মারা গেছে আরো ৮৩২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৯ হাজার ৯৬০ জন। যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণে পর পর তিন দিন যে রেকর্ড তৈরি হয়েছে শুক্রবার তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ দিন ৭৭ হাজার ৬৩৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়।
দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় কোন কোন রাজ্যে শিথিলতার পরিবর্তে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।