আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সংঘাতের অবসানের জন্য একটি ইতালীয় শান্তি পরিকল্পনা প্রস্তাবের দিকে নজর রাখছে বলে রাশিয়া সোমবার জানিয়েছে। খবর এএফপির।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো সাংবাদিকদের বলেন, আমরা সম্প্রতি এই ধারণা পেয়েছি এবং এটা নিয়ে কাজ করছি।
তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, রাশিয়া পরবর্তী পর্যায়ে মন্তব্য করবে।
রাশিয়া ও ইতালির মধ্যে এ নিয়ে আলোচনা করা হয়নি বলেও রুশ সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন তিনি।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা মূলত স্থগিত রয়েছে।
শান্তি আলোচনায় রাশিয়ার পক্ষের প্রধান মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেডিনস্কি রোববার বলেছিলেন, রাশিয়া আলোচনা আবার শুরু করতে ইচ্ছুক। তবে শান্তি আলোচনা ফের শুরুর দায়িত্বটা কিয়েভের ওপরই ছেড়ে দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।