গাজীপুর প্রতিনিধি : জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য স্থানীয় যুবলীগ নেতা মহিউদ্দিন শেখ সোহেল (৩৫) আর নেই। বুধবার সকাল ১০টায় রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি উপজেলার ঈশ্বরপুর গ্রামের আরমার শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, বাবা-মা, বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাযা আজ বৃহস্পতিবার (০২ মে) বাদ আছর ঈশ্বরপুর গ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে ।
যুবলীগ নেতা সোহেলের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিত ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।