জুমবাংলা ডেস্ক : রপ্তানি বন্ধ করার ক্ষেত্রে আগেভাগে জানাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়ামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। নয়াদিল্লির আইটিসি মৌর্য্য হোটেলে সোমবার সন্ধ্যায় ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, “বিভিন্ন স্ট্র্যাটেজিক কমোডিটিজ’ যেগুলো আমরা ভারত থেকে নেই সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত যাতে আমাদের জানায়।”
পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ এ বিষয়ে আগাম পূর্বাভাস পাওয়ার ওপর গুরুত্ব দিয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনায় জ্বালানি খাত গুরুত্ব পেয়েছে। ইউক্রেন সংকটের কারণে জ্বালানিসহ বিভিন্ন খাতে যে প্রভাব পড়েছে তা মোকাবেলায় ভারত বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। ভারতে জ্বালানি তেল উদ্বৃত্ত থাকলে বাংলাদেশ যেন তা পেতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতার দিকে নজর রাখছে ভারত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।