‘রাকিব’ লেখা পোশাক পরে পদ্মা সেতুতে প্রসাবকারীকে খুঁজছে পুলিশ

পদ্মা সেতু পড

জুমবাংলা ডেস্ক: যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়ার পর প্রথম দিনেই বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম হলো সেতুর ওপরে মূত্র বিসর্জন। সেতু খুলে দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একাধিক দৃশ্য সামনে এসেছে।

রবিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাদা শার্ট পরিহিত এক যুবককে মূত্র বিসর্জন করতে দেখা যায়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান, সেতুতে মূত্র বিসর্জন করা ওই যুবককে খোঁজা হচ্ছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেতুর ওপরে মূত্র বিসর্জনের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মোটরসাইকেল দিয়ে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় চালক বাইকার ভিডিওটি ধারণ করেন।
পদ্মা সেতু পড
ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক যুবক পদ্মা সেতুর ওপরে মূত্র বিসর্জন করছেন। ওই যুবকের পোশাকের পেছনে সাদা রঙের মোটা ইংরেজি অক্ষরে লেখা ছিল রাকিব। তবে এটিই ওই যুবকের আসল নাম কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে আরও দেখা যায়, ওই যুবকের পাশেও আরেকজন দাঁড়িয়ে ছিলেন। তাদের পাশে অ্যাপাচি ফোরভি মডেলের মোটরসাইকেল দাঁড় করানো ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু হয়। শোনা যাচ্ছে, রাকিব নামধারী পোশাক পরিহিত ওই যুবককে পুলিশ খুঁজছে।

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় যত টাকা জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট