জুমবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) এ কে এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ পুলিশকে আর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এখন থেকে পুলিশ কমিশনের নিয়ম মেনেই চলবে বলে জানান তিনি।
রবিবার (১১ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পুলিশকে আর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। পুলিশ কমিশন অনুযায়ী কাজ করবে। আপনারা পুলিশ কমিশনকে নির্দেশ দেন, আদেশ সঠিক হলে তারা (পুলিশ) তা মেনে নেবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা পুলিশকে ব্যবহার ও অপব্যবহার করেছে তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।
যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দিচ্ছেন না, তাদের সতর্ক করে তিনি বলেন, সচিবালয় থেকে একটি তারিখ নির্ধারণ করে কাজে যোগ দিতে বলা হবে, অন্যথায় তাদের সাময়িক বরখাস্ত করা হবে।
পুলিশের দাবি পূরণের আশ্বাস দিলেও এখনই সব দাবি মানা সম্ভব নয় বলে জানান তিনি।
বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা মোকাবিলায় তিনি সবার সহযোগিতার আহ্বান জানান এবং অপরাধের জন্য দায়ীদের ধরতে জনসাধারণকে সহায়তা করার পরামর্শ দেন।
তিনি বলেন, ‘দয়া করে পুলিশকে সহযোগিতা করুন। পুলিশের বিচার করার দায়িত্ব আপনার নয়- পুলিশ সদর দপ্তরের ভূমিকা। আমরা এখানে আছি এবং আমরা এটি করব। আইনি ব্যবস্থা আছে, যারা বাড়াবাড়ি করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। কিন্তু সেটা নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।’
অন্যদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক সংঘর্ষে ৪২ জন পুলিশ সদস্য নিহত ও ৫০৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৭ জন রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।