র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা অভিযুক্ত

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: টঙ্গীতে র‌্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন বেপারিকে (৫০) জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতা ও তাদের সমর্থকদের বিরুদ্ধে।

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা অভিযুক্তরোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজার সংলগ্ন আনারকলি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া কবির উদ্দিন বেপারি স্থানীয় ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

অপরদিকে অভিযুক্ত বিএনপির দুই নেতা হলেন- ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন বেপারি ও একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমির উদ্দিন বেপারি। তারা টঙ্গীর বউবাজার এলাকার মৃত আক্কাস আলী ওরফে আক্কু বেপারির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত ৮টার দিকে স্থানীয় বউবাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। এসময় আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন বেপারিকে তার বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা হালিম উদ্দিন বেপারি, সমির উদ্দিন বেপারি ও তাদের ভাগিনা আরিফুল ইসলাম বাপ্পি আনারকলি সিনেমা হল এলাকায় র‌্যাবের গাড়ি আটকে দেয়। একপর্যায়ে র‌্যাবের গাড়ি থেকে কবির উদ্দিন বেপারিকে ছিনিয়ে নেয়।

ঘটনাস্থলের পাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য।

তাতে দেখা যায়, একদল লোক র‌্যাবের গাড়ি আটকে দিয়ে কবির উদ্দিন বেপারিকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। পরে তারা মিছিলসহ টঙ্গী বাজারের ভেতরের গলি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এবিষয়ে আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন বেপারির মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন বেপারি ফোন রিসিভ করেননি।

তবে ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমির উদ্দিন বেপারি জানান, আমি ঢাকায় ছিলাম। আমার ভাগিনা বাপ্পি ফোন করে আমাকে জানিয়েছে কবির ভাইকে আটকের পর র‌্যাব আনারকলি হলের সামনে থেকে ছেড়ে দিয়েছে।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন, বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগ নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে ছিনিয়ে নেওয়ার কাজটি ঠিক হয়নি। দলীয় সভা ডেকে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল জাহিদ জানান, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না