জুমবাংলা ডেস্ক : র্যাব পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ লাখ টাকা মূল্যের মুঠোফোন সেট ছিনতাইয়ের অভিযোগে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে কুমিল্লার মুঠোফোন সেট ব্যবসায়ী সুজন মিয়া ব্যক্তিগত গাড়িতে চড়ে ৪০ লাখ টাকা মূল্যের ২৮৩টি মুঠোফোন নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় র্যাব পরিচয়ে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুর নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মী ওই ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে মুঠোফোনগুলো ছিনতাই করে নিয়ে যান।
এ ঘটনার পর তদন্ত শুরু করে থানা পুলিশের একাধিক টিম। পুলিশ তদন্তে পৌরসভা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও তাদের সহযোগীদের জড়িত থাকার প্রমাণ পায়। পরে গত রবিবার রাতে ব্যবসায়ী সুজন মিয়া বাদী হয়ে পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজু ও তাদের সহযোগী অলি মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর রবিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রবিন ও শাহরিয়ার হাসান খান সাজুকে গ্রেপ্তার করে।
গতকাল সোমবার ওই মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ গ্রেপ্তারকৃত দুই ছাত্রলীগ নেতাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠান।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল হাকিম ইমরান মোল্লা শুনানি শেষে আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।
এদিকে গতকাল সোমবার গণমাধ্যমে পৌরসভা ছাত্রলীগের দুই নেতা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তারের পর প্রথমে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ১৮ জানুয়ারি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান সাজুকে এবং ২০২১ সালের ১১ জুলাই সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।
সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের একাধিক নেতা জানান, পৌরসভা ছাত্রলীগের এ দুই নেতাকে অব্যাহতি দিলেও তারা তাদের স্ব স্ব পরিচয়ে এত দিন ছাত্রলীগের সাংগঠনিক সভা ও দলীয় সব কার্যক্রমে অংশ নিয়েছেন। সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রবিন ও শাহরিয়ার হাসান খান সাজুর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় ১৫টি মামলা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।