এবিএস মামুন, লংগদু (রাঙ্গামাটি) : রাঙ্গামাটির লংগদু সদর হাসপাতালে আজ (২৮ অক্টোবর) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও মো. রাজু আহমেদ-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদকের অভিযানে বিশাল অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলে হাসপাতালে। সকাল ৯টায় হাসপাতালে প্রবেশ করে দুদক টিম। এসময় দায়িত্বরত চিকিৎসক ও স্টাফরা উপস্থিত ছিলেন না। হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান রাজুকেও এসময় পাওয়া যায়নি।
দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা সকাল ৯ টায় হাসপাতালে অবস্থান করে হাসপাতালের বেহাল দশা পাই। চালু হওয়ার আগেই নতুন ৫০ শয্যা হাসপাতাল ভবনে বড়বড় ফাটল ধরেছে। এখানের অবস্থা ও পরিবেশ খুবই অস্বাস্থ্যকর।
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



