
জুমবাংলা ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক। খবর ইউএনবি’র।
শুক্রবার দুপুরে রামগতি-কমলনগর নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে লধুয়া বাঘার হাট পথসভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কমলনগরের নদী তীর ভাঙনের সব পরীক্ষা-নিরিক্ষা ও সমীক্ষা শেষ হয়েছে। আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রস্তাব উপস্থাপন করা হবে এবং তা পাস হবে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) আব্দুল মান্নান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার কামরুজ্জামান, স্থানীয় প্রশাসনসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে হেলিকপ্টার যোগে কমলনগরের চর ফলকন ইউনিয়ন পরিষদ মাঠে এসে নামেন প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, কমলনগরের মেঘনার ভাঙন অব্যাহত রয়েছে। গত এক বছরে বহু এলাকা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের ৩২ কিলোমিটার নদী তীর রক্ষায় বাঁধ নির্মাণের দাবি করে আসছে স্থানীয়রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।