Advertisement
জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরের পানিতে ডুবে ইয়াছমিন ও সাইমুন আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার চর ফলকন ইউপির ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। ইয়াছমিন চর ফলকন গ্রামের আবুল কালামের মেয়ে ও সাইমুন আক্তার একই এলাকার কালাম মিয়ার মেয়ে।
স্থানীয় চর ফলকন ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, দুপুরে সবার অজান্তে তারা পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের পানিতে এক শিশু ডুবে যায়। অপর শিশু তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। একই সঙ্গে দু’জনের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।