নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এ বছর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) শহীদ ময়েজউদ্দিন পদক ২০২০-এ মনোনীত হয়েছেন পাঁচজন সমাজসেবক।
মনোনীত সমাজসেবকরা হলেন কক্সবাজারের এডভোকেট আয়াছুর রহমান, দিনাজপুরের আবদুস সামাদ চৌধূরী, খুলনার এডভোকেট মো. এনায়েত আলী, ফরিদপুরের আ.খ.ম. নূরুল ইসলাম (মরোণোত্তর) ও বরিশালের হাসিনা নজরুল (মরোণোত্তর।
আগামী সোমবার (২১ ডিসেম্বর) পর্যটন নগরী কক্সবাজারের হোটেল ইউনি রিসোর্টে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির এক অনুষ্ঠানে এই পাঁচ গুণীজন ও তাদের পরিবারের হাতে পদক তুলে দেওয়া হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীহে কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার সদর-রামু আসনেরসংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও সংরক্ষিন মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফপিএবি’র সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান ।
শহীদ ময়েজউদ্দিন একাধারে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৩০ সালে ১৭ মার্চ বর্তমান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম ছুরত আলী, মাতার নাম শহরবানু। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির পিতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।