নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আয়োজনে স্বেচ্ছাসেবী মিলনমেলা ‘বন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলা অডিটরিয়ামে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল ফজল মীর।
বিশেষ বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার মাহফুজুর রহমান খাঁন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক আল আমিন রহমান। শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের মিলন মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক আছলাম ভূঁইয়া ও সদস্য মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রায় ছয় শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জহিরুল হক ভূঞা মোহন এমপি বলেন, শিবপুরে একজন মানবিক নেতার বড় প্রয়োজন। আমরা সবাই নেতা হতে চাই, টাকা দিয়ে এমপি হতে চাই। আমি মানবিক কাজে আমার সাধ্যমতে সহযোগিতা করে যাচ্ছি। এতে আমি কোন দল দেখি না, মানবিক কাজে মানুষের পাশে থাকি।
সালাম না দেওয়ায় মসজিদের খতিবের সঙ্গে ইউএনওর দুর্ব্যবহার, ভিডিও ভাইরাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।