নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ‘ফ্যাসিবাদী’ সরকার ব্যবস্থা এবং প্রশাসনের নির্লজ্জ পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী হাসিনা অতীতেও ‘বিপদের সময়’ দেশ ছেড়েছেন—এটি নতুন কিছু নয়।রোববার (২০ জুলাই) গাজীপুর মহানগর কৃষকদলের উদ্যোগে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে আয়োজিত এক বৃক্ষরোপণ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, “শেখ হাসিনার দেশত্যাগ কোনো নতুন ঘটনা নয়। বিপদ দেখলেই তিনি পালিয়ে যান—এই প্রবণতা ওয়ান-ইলেভেনের সময়ও দেখা গেছে। অন্যদিকে, খালেদা জিয়াকে দেশ ছাড়তে চাপ দেওয়া হলেও তিনি দেশ ত্যাগ করেননি।”
তিনি আরও বলেন, “প্রশাসনে বসে যারা ক্ষমতাসীন দলের হয়ে দালালি করছেন, তারা সাবধান হোন। দেশের অস্থিতিশীলতা সৃষ্টি হলে, তাদের সরাতে বিএনপির নেতাকর্মীদের দুই মিনিটের বেশি সময় লাগবে না।”
গাজীপুর মহানগর কৃষকদলের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ময়জউদ্দিন তালুকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা মো. হান্নান মিয়া হান্নু, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী আনোয়ারা বেগম এবং মহানগর কৃষকদলের জাকির হোসেন তারেক, সেলিম রেজা, জিয়াউল হক জুয়েল, সহিদুজ্জামান সরকার, জসিম উদ্দিন মায়া, দেলোয়ার হোসেন, রহমত উল্লাহ, সাইফুল ইসলাম আতা প্রমুখ।
জুলাই-আগস্ট মাসে বিভিন্ন সময়ে প্রাণ হারানো বিএনপির নেতা-কর্মীদের স্মরণে এই আয়োজন হলেও সভার পুরোটা জুড়েই ছিল বর্তমান সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য। নেতারা সরকারের ‘অসাংবিধানিক কার্যক্রম’ ও ‘ফ্যাসিস্ট আচরণ’-এর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।