নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ক্ষণিকা কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পরিচালক মাহমুদ হাসান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মুকুল কুমার মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়াঁ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন, উপজেলা জামায়াতের আমির মো. নূরুল আমিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।