নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে খেলার সময় একটি কারখানার পুকুরের পাড় ভেঙে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামের এন কে টেক্সটাইল কারখানার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের মো. শাহজালাল সিকদারের ছেলে মো. রায়হান (৮) ও একই গ্রামের রজব আলীর ছেলে মো. মোস্তাকিম (৮)।
স্থানীয় বাসিন্দা নাঈম হাসান জানান, বেলা আড়াইটার দিকে তিন শিশু বাড়ির কাছাকাছি এন কে এইচ টেক্সটাইল কারখানার পুকুরপাড়ে খেলছিল। হঠাৎ পুকুরের পাড় ভেঙে দুই শিশু পানিতে পড়ে যায়। অপর শিশু বিষয়টি দেখে দ্রুত বাড়িতে গিয়ে খবর দেয়। পরে স্বজনেরা এসে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।