শ্রীপুরে ৪ হাসপাতালকে জরিমানা করলো ভ্রাম্যমান আদালত

জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে চারটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাসোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।

জরিমানাকৃত হাসপতালগুলো হলো- শাপলা ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, এস আর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার। তাদের প্রত্যেকে বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২ আইনে প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, কোনো হাসপাতালের লাইসেন্স হালনাগাদ নেই, কোনটির আবেদন করা হয়েছে আবার কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব কারণে বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২ ধারায় চারটি ক্লিনিককে জরিমানা করে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তাদের ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে হাসপাতালগুলো বন্ধ করে দেওয়া হবে।

এসময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুদেব চক্রবর্তী, উপজেলা সেনিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম দুলাল, উপজেলা প্রশাসন ও শ্রীপুর থানা পুলিশ উপস্থিত ছিল।

যেভাবে আক্তার নেসা মুক্তিযোদ্ধাদের ‘মা’ হয়ে উঠেছিলেন যেভাবে