নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর শহরের দুটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে জমছে হাঁটুসমান পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনচালক ও সাধারণ মানুষ। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
জানা গেছে, পৌর শহরের চৌরাস্তা এলাকার দুই দিকের প্রায় এক কিলোমিটারজুড়ে রাস্তার পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে নিচের খোয়া-পাথর। বৃষ্টির পানিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। মাঝেমধ্যে গর্তে আটকে যাচ্ছে ছোট যানবাহন, ভারী ট্রাকগুলো চলাচল করছে ঢুলে ঢুলে। যানজটও এখন রোজকার দৃশ্য।
সিএনজিচালক ফরিদ হোসেন বলেন, ‘সিএনজির অর্ধেক অংশ পানিতে ডুবে যায়। আমরা স্থানীয় চালকরা কিছুটা বুঝে চলি, কিন্তু বাইরের চালকেরা মাঝখানের গর্তে পড়লে গাড়ি উল্টে যায়।’
স্থানীয় মোটরসাইকেলচালক শাহিন আলম বলেন, ‘মোটরসাইকেলের ইঞ্জিন পর্যন্ত ডুবে যায় পানিতে। পাথর উঠে গিয়ে চারদিকে খানাখন্দ। শহরের রাস্তার এই অবস্থা হলে বাইরের সড়কগুলোর অবস্থা তো আরও করুণ।’
ব্যবসায়ী আলাল মিয়া বলেন, ‘উপজেলা পরিষদ আর পৌরসভা এত কাছে, অথচ এ সড়কের খোঁজ কেউ নেয় না। প্রতিদিন শত শত কনটেইনারবাহী ট্রাক চলাচল করে, অথচ বছরের পর বছর কোনো সংস্কার হয় না।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহেদ আখতার বলেন, ‘সম্প্রতি টানা বৃষ্টিতে সড়ক দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে।’
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘দুটি সড়কই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোগান্তি কমাতে ইতিমধ্যে স্থায়ী সংস্কারের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।