Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার
    ক্রিকেট (Cricket) খেলাধুলা

    প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার

    জুমবাংলা নিউজ ডেস্কDecember 30, 20217 Mins Read
    Advertisement

    স্পোর্টস ডেস্ক: ২০২১ সাল শেষ হচ্ছে আগামীকাল। করোনাকালীন আরো একটি বছর পার করেছে বিশ্ব। জৈবসুরক্ষা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ব্যাট-বলের লড়াই। কিছু সিরিজ, টুর্নামেন্ট বাতিলও হয়েছে। তবে সূচি অনুযায়ী বেশ কিছু সিরিজও সম্পন্ন হয়েছে ।

    এ বছর  বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল নিউজিল্যান্ডের প্রথমবারের মতো অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়। এ ছাড়া এ বছর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের   শিরোপা জয়।

    নিউজিল্যান্ড: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম  আসরের  শিরোপা জয় করে নিউজিল্যান্ড। সাউদাম্পটনের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করে কিউইরা।

    এক সময়  ওয়ানডে ক্রিকেট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটিও দখলে নেয় নিউজিল্যান্ড।

    এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠেছিলো নিউজিল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে শিরোপা স্পর্শ করতে ব্যর্থ হয়েছে কেন উইলিয়ামসনের দল ।

    বছরের শুরুতে  নিজ মাঠে নিয়মিত অধিনায়ক উইলয়ামনকে ছাড়াই  বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে  জয় করে নিউজিল্যান্ড।

    এ বছরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে অবসর নেন তিনি। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ায় বিশ্বকাপে খেলতে পারেননি রস টেইলর।

    তবে ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, উইল ইয়ং, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর মত বেশ কিছু তরুণ খেলোয়াড় পেয়েছে নিউজিল্যান্ড।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের মত কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে আসরের ফাইনাল খেলে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে  জয় পেয়েছে দলটি। সংক্ষিপ্ত ভার্সনের বিশ্বকাপের পরপরই ভারত সফর করে কিউইরা।

    ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরে যায় নিউজিল্যান্ড। এটি ছিল তাদের বছরের শেষ সিরিজ। সিরিজ হারে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারায় নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে সিরিজে মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল  এক ইনিংসে ১০ উইকেট নেন। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে এই নজির গড়েন প্যাটেল।

    ২০২১ সালে তিন ফরম্যাটে নিউজিল্যান্ডের পারফরমেন্স :

    ফরম্যাট    ম্যাচ    জয়    ঘার    ড্র

    টেস্ট         ৬      ৩         ১     ২

    ওয়ানডে      ৩    ৩    ০    ০

    টি-টোয়েন্টি    ২৩    ১৩    ১০    ০

    অস্ট্রেলিয়া: ওয়ানডে ক্রিকেটে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তারপরও আক্ষেপ ছিলো তাদের। কারন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা অধরা ছিলো অসিদের। অস্ট্রেলিয়ার সেই অপেক্ষার অবসান হয়েছে এ বছর। দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে প্রথমবারের মত শিরোপা জিতে নেয় অসিরা। ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

    তবে বছরের শুরুতে বড় ধরনের ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ভারতের কাছে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে অসিরা।

    ঋারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে  অস্ট্রেলিয়া। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় অসিরা।

    এরপর বাংলাদেশের সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হারে অসিরা।

    এই হারকে সাথে নিয়েই  টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শিরোপার মুকুট পড়ে অস্ট্রেলিয়া।

    বিশ্বকাপের মুকুট মাথায় নিয়ে ঘরের মাঠে বছরের শেষ দিকে অ্যাশেজ শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম তিন টেস্ট জিতে ইতোমধ্যে পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিতও করেছে অস্ট্রেলিয়া।

    অ্যাশেজ টেস্ট সিরিজের আগে টিম পাইন বির্তকে অলোচনায় ছিলো অস্ট্রেলিয়া। ২০১৭ সালে ক্রিকেট তাসমানিয়ার নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে বার্তা পাঠান পাইন। সেসব বার্তা কয়েক মাস আগে গণমাধ্যমে প্রকাশ পায়। এতে সাময়কিভাবে ক্রিকেট থেকে দূরে সরে যাবার পাশাপাশি অধিনায়কত্বও হারান পাইন। এতে অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক হন পেসার প্যাট কামিন্স। কামিন্সের অধিনে অ্যাশেজ সিরিজ জয় নিশ্চিত করে বছর শেষ করলো অস্ট্রেলিয়া।

    ২০২১ সালে তিন ফরম্যাটে অস্ট্রেলিয়ার পারফরমেন্স :

    ফরম্যাট    ম্যাচ    জয়    হার    ড্র

    টেস্ট          ৫    ৩    ১    ১

    ওয়ানডে    ৩    ২    ১    ০

    টি-টোয়েন্টি    ২২    ১০    ১২    ০

    পাকিস্তান : টি-টোয়েন্টি ক্রিকেটে স্বপ্নের মত একটি  বছর পার করেছে পাকিস্তান। সংক্ষিপ্ত সংস্করনে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে পাকিস্তান। এ বছর ২৯ ম্যাচের মধ্যে  ২০ টি জয় পায় উপমহাদেশের দলটি।  বিশ্বকাপের মঞ্চেও দারুন ছন্দে ছিলো পাকিস্তান। সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে দলটি। মাঠের পারফরমেন্সে শিরোপা জয়ের অন্যতম দাবীদার ছিলো তারা। কিন্তু দুভার্গ্যক্রমে সেমিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় পাকিস্তান।

    তবে বিশ্বকাপে পাকিস্তানের বড় অর্জন ছিলো ভারতের বিপক্ষে বহু কাঙ্খিত জয়। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে ১০ উইকেটে বিধ্বস্ত করে তারা। বিশ্বকাপের কোন ইভেন্টে এই প্রথম ভারতকে হারানোর নজির গড়ে  পাকিস্তান।

    টি-টোয়েন্টিতে ব্যাট হাতে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন  পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। ২৬ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ১৩২৬ রান করেন তিনি। প্রথম ব্যাটার হিসেবে এক বর্ষপঞ্জিকায় এক হাজারের রেকর্ডও গড়েন রিজওয়ান।

    দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এ বছর দু’টি সিরিজ খেলে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে তারা। তবে গেল মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।

    আইসিসি সুপার লিগে এ বছর দু’টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে জিতলেও, ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহুর্তে  হঠাৎ করেই সরে দাঁড়ান প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নয়া সভাপতি হন সাবেক অধিনায়ক রমিজ রাজা।

    রাজার দায়িত্ব নেয়ার কিছুদিন পর নিরাপত্তার অজুহাতে মাঠে খেলা গড়ানোর আগ মুর্হূতে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। অবশ্য আগামী বছর পাঁচ মাসে দু’বার পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড।

    ২০২১ সালে তিন ফরম্যাটে পাকিস্তানের পারফরমেন্স :

    ফরম্যাট    ম্যাচ    জয়    হার    ড্র

    টেস্ট          ৯    ৭    ২    ০

    ওয়ানডে    ৬    ২    ৪    ০

    টি-টোয়েন্টি    ২৯    ২০    ৬    ৩ (পরিত্যক্ত)

    ভারত : বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরমেন্স ছিল হতাশাজনক। হট ফেভারিট হয়েও সুপার টুয়েলভ থেকে বিদায় নেয় টিম ইন্ডিয়া।

    বিশ্বকাপ শেষে শেষ হয় রবি শাস্ত্রী ও বিরাট কোহলি অধ্যায়। নিজ থেকেই সরে দাঁড়ান তারা। এরপর কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়। এতে মাঠের বাইরে সরগরম হয়ে পড়ে ভারতের ক্রিকেট পাড়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির সাথে ঠান্ডা লড়াই হয় কোহলির। বিসিসিআই সভাপতি বলেছিলেন, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়তে নিষেধ করা হয়েছিলো কোহলিকে। কিন্তু কোহলি জানান, টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে বোর্ড তার সাথে কোন কথা বলেনি। পরবর্তীতে গাঙ্গুলী বিবৃতি দেন, কোহলির বিষয়ে কোন কথা বা বক্তব্য দিতে রাজি নন তিনি।

    শাস্ত্রীর পরিবর্তে ভারতের নতুন কোচ  হন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। আর সাদা বলের দুই সংস্করনে অধিনায়কত্ব পান রোহিত শর্মা। টেস্ট দলের অধিনায়কত্বে বহাল থাকেন কোহলি।

    ২০২১ সালে তিন ফরম্যাটে ভারতের পারফরমেন্স :

    ফরম্যাট    ম্যাচ    জয়    হার    ড্র

    টেস্ট        ১৩    ৭    ৩    ৩

    ওয়ানডে    ৬    ৪    ২    ০

    টি-টোয়েন্টি    ১৬    ১০    ৬    ০

    শ্রীলংকা : সারা বছর দলীয় পারফরমেন্স আশানরুপ না হলেও, শ্রীলংকার জন্য চমক ছিলো লেগ-স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেন তিনি।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাট্রিক করেন হাসারাঙ্গা। শ্রীলংকার প্রথম বোলার হিসেবে এই ফরম্যাটে হ্যাট্টিক করেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়েন এই লেগ-স্পিনার। এতে ভেঙ্গে যায় সাবেক রহস্যময় স্পিনার অজন্তা মেন্ডিসের রেকর্ড। এবার ৮ ম্যাচে ১৬ উইকেট নেন হাসারাঙ্গা। আর ২০১২ সালের আসরে ৬ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন মেন্ডিস।

    ২০২১ সালে তিন ফরম্যাটে শ্রীলংকার পারফরমেন্স :

    ফরম্যাট    ম্যাচ    জয়    হার    ড্র

    টেস্ট        ৯    ৩    ৩    ৩

    ওয়ানডে    ১৫    ৪    ১০    ১ (পরিত্যক্ত)

    টি-টোয়েন্টি    ২০    ৮    ১২    ০

    ইংল্যান্ড : টেস্টে লজ্জার একটি  বছর গেছে  ইংল্যান্ডের। এ বছর ৯টি টেস্ট হারে ইংলিশরা। এক বছরে সবচেয়ে বেশি টেস্ট হারে রেকর্ড ইংল্যান্ডের। অবশ্য এই লজ্জার রেকর্ড আছে বাংলাদেশের। ২০০৩ সালে এক বছরে ৯টি টেস্ট হেরেছিলো বাংলাদেশ।

    এ বছর ভারতের কাছে পাঁচবার, নিউজিল্যান্ডের কাছে একবার ও অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচ হারে ইংল্যান্ড। চলমান অ্যাশেজ সিরিজেই অস্ট্রেলিয়ার কাছে প্রথম তিন ম্যাচ হারে ইংলিশরা। প্রথম ম্যাচ ৯ উইকেটে, দ্বিতীয়টি ২৭৫ রানে এবং তৃতীয়টি ইনিংস ও ১৪ রানে হারে ইংল্যান্ড।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পরও সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের কাছে হার মানে তারা।

    ২০২১ সালে তিন ফরম্যাটে ইংল্যান্ডের পারফরমেন্স :

    ফরম্যাট    ম্যাচ    জয়    হার    ড্র

    টেস্ট        ১৫    ৪    ৯    ২

    ওয়ানডে    ৯    ৬    ২    ১ (পরিত্যক্ত)

    টি-টোয়েন্টি    ১৭    ১১    ৬    ০

    দক্ষিণ আফ্রিকা : ‘চোকার’ তকমা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। সুপার টুয়েলভে, তাদের পারফরমেন্স নজর কাড়ে। তাতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছিলেন, এবার হয়তো ‘চোকার্স’ তকমাটি মুছে যাবে।

    কিন্তু এবার ভাগ্য সহায় ছিলো না দক্ষিণ আফ্রিকা। রান রেটের মারপ্যাচে পড়ে সুপার টুয়েলভ পর্ব পার হতে পারেনি প্রোটিয়ারা।

    বছরের শেষে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মত সিরিজ খেলতে নামলো প্রোটিয়ারা।

    ২০২১ সালে তিন ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স :

    ফরম্যাট    ম্যাচ    জয়    হার    ড্র

    টেস্ট         ৬    ৩    ৩    ০

    ওয়ানডে    ১০    ৩    ৫    ২ (পরিত্যক্ত)

    টি-টোয়েন্টি    ২৩    ১৫    ৮    ০

    ওয়েস্ট ইন্ডিজ : বছরের শুরুতে বাংলাদেশ সফরে নাটকীয়ভাবে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট ৩৯৫ রানের টার্গেট স্পর্শ করে ৩ উইকেটে নাটকীয়ভাবে  ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ২১০ রানের অনবদ্য ইনিংস খেলেন কাইল মায়ার্স।

    দ্বিতীয় টেস্টেও নাটকীয়তা অবহ্যাত ছিলো ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশকে ২৩১ রানের টার্গেট দিয়ে ১৭ রানে ম্যাচ জিতে ক্যারিবীয়রা। ব্যাটারদের ব্যর্থতায় ২১৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

    তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ ছিলো ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচে মাত্র ১টি জয় পায় ক্যারিবীয়রা।

    ২০২১ সালে তিন ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স :

    ফরম্যাট    ম্যাচ    জয়    হার    ড্র

    টেস্ট         ১০    ৩    ৫    ২

    ওয়ানডে    ৯    ৪    ৫    ০

    টি-টোয়েন্টি    ২৫    ৯    ১৩    ৩ (পরিত্যক্ত)।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
    Related Posts
    বিশ্বকাপ বাছাই

    মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো, বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ডের অপেক্ষা

    September 7, 2025
    সাকিব

    এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

    September 7, 2025
    বিশ্বকাপ

    এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে কারা খেলবে ২০২৬ বিশ্বকাপে

    September 6, 2025
    সর্বশেষ খবর
    D

    জাল ভোটার ধরা পড়লেই দেয়া হবে পুলিশে

    Girls

    মেয়েরা কী করলে ৩০ মিনিট পর ক্লান্ত হয়ে যায়? অনেকেই জানেন না

    Girl-

    গ্যাস্ট্রিক থেকে চিরতরে মুক্তির উপায়

    mika

    ৯৯টি বাড়ি তৈরির কারণ জানালেন গায়ক মিকা

    গাজা

    ৭টি গাছ, যা বিশ্বে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়

    Tree

    কোন গাছ মানুষের সাথে কথা বলে? উত্তর জানলে অবাক হবেন

    Streameast Shut Down

    Streameast Shut Down: World’s Largest Illegal Sports Streaming Site Closed by Authorities After 1.6 Billion Visits

    নামাজের সময়সূচি ২০২৫

    নামাজের সময়সূচি: ০৮ সেপ্টেম্বর, ২০২৫

    আজকের টাকার রেট

    আজকের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫

    ২২ ক্যারেট সোনার দাম

    ২২ ক্যারেট সোনার দাম: আজ প্রতি ভরি স্বর্ণ কত টাকায় বিক্রি হচ্ছে ?

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.