নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: “বিএনপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিয়ে নিরবচ্ছিন্ন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া যাবে না। বিএনপির শক্তি এই দেশের জনগণ। বর্তমানে সকল স্তরের মানুষের একটাই চাওয়া—সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।”
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় শ্রীপুর পৌর বিএনপির কর্মী সমাবেশে পৌরমুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ডাঃ বাচ্চু আরও বলেন, “কোনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী কিংবা চাঁদাবাজের বিএনপিতে ঠাঁই নেই। সবাইকে তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে এবং দলের শৃঙ্খলা রক্ষা করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, বিএনপি নেতা সিরাজ উদ্দিন, খাইরুল কবির মণ্ডল আজাদ, মোসলেহ উদ্দিন মৃধা, মোক্তারুল করিম মড়ল শামীম, এস এম জাবেদ আহমেদ, খোকন প্রধান, ক্বারি সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট জাফর আহমেদ সরকার, এস এম মাহফুল হাসান হান্নান, যুবদল নেতা সেলিম আহমেদ, ছাত্রদল নেতা মামুন আকন্দ, আজিজুল হক রাজনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।