জুমবাংলা ডেস্ক : নবীণ-প্রবীণ সমন্বয়ে আওয়ামী লীগের নতুন কমিটি হবে, দলের সভাপতি ছাড়া পরিবর্তন আসতে পারে যেকোনো পদেই।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের স্থান পরিদর্শনে এসে একথা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, সফলতা পাশাপাশি কিছু ব্যর্থতা আছে। এসব ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আওয়ামী লীগ আরো এগিয়ে যাবে। ছোটখাটো যেসব সমস্যা আছে, তা দূর করে দলকে আধুনিক সংগঠন হিসেবে দলকে গড়ে তোলা হবে।
ওবায়দুল কাদের জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সাম্প্রদায়িক অপশক্তির হুমকি মোকাবেলার উপযোগী নতুন কমিটি হবে সম্মেলনে।
এবারের আয়োজনে প্যান্ডেল ও মঞ্চ ছাড়া তেমন কোনও সাজসজ্জা নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমাদের সামনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মতো এজেন্ডা বাস্তবায়নের বিষয় আছে। আমাদের সব আয়োজন এবার প্যান্ডেল ও মঞ্চকে ঘিরেই। দায়িত্বে থাকা উপকমিটি সেই দায়িত্ব ভালোভাবেই পালন করেছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.