সাবেক রাষ্ট্রপতি এরশাদ কোমায়

জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কোমায় (অচেতন) রয়েছেন। এর আগে বিকাল ৪টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে নেওয়া হয় সাবেক এই রাষ্ট্রপতিকে।

পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, তার ভাই এরশাদের শারীরিক অবস্থা চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছে না।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত তিন দিন ধরে তার (এরশাদ) শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার ভাইয়ের তন্দ্রাচ্ছন্নভাব বেড়েছে এবং তিনি অধিকাংশ সময়ই ঘুমিয়ে রয়েছেন। ‘চিকিৎসকরা এটাকে ভালো লক্ষণ হিসেবে দেখছেন না।’

তিনি জানান, বর্তমানে এরশাদের রক্তে ইউরিয়া অনেক বেশি, যা তন্দ্রাচ্ছন্নভাবের কারণ এবং চিকিৎসকরা এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ‘সিএমএইচের চিকিৎসকরা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সাথে আলাপ-আলোচনা করেই সাবেক রাষ্ট্রপতিকে বিশ্বমানের চিকিৎসা দিচ্ছেন।’

কাদের বলেন, সিএমএইচের চিকিৎসকরা মনে করলেই এরশাদকে বিদেশে নেয়া হবে। ‘প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে।’

তিনি বলেন, তার ভাইয়ের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না, এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে।

জাতীয় পার্টির নেতা বলেন, এরশাদের সেরা চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকরা আন্তরিকতার সাথে কাজ করছেন।

শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

গত ২৬ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সংসদের বিরোধী দলীয় নেতা এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন এ রাজনৈতিক নেতা।