জুমবাংলা ডেস্ক: সাভার ও আশুলিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে গুড় ও সেমাই তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে দুটি কারখানাকে নয় লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। খবর ইউএনবি’র।
সাভারের নামাবাজার এলাকায় রুপা এন্টারপ্রাইজ ও আশুলিয়ার জিরাবো এলাকার বেক টাইম কারখানায় বুধবার এ অভিযান পরিচালনা করেন র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে রুপা এন্টারপ্রাইজের মালিক গৌতম সাহা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনি ও ফিটকারি দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই গুড় কারখানায় অভিযান পরিচালনা করে মালিক গৌতম সাহাকে নগদ চার লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে কারখানাটি থেকে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করে নদীতে ফেলে দেয়া হয়।
অন্যদিকে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অ্যালুমিনিয়াম সালফেট ও ক্ষতিকর কাপড়ের রঙ দিয়ে সেমাই, বিস্কুট, কেকসহ নানা খাদ্যদ্রব্য উৎপাদন করে আসছিলেন বেক টাইম কারখানার মালিক আলমগীর হোসেন। সেগুলো খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়লে বুধবার র্যাব অভিযান পরিচালনা করে।
এ সময় আলমগীর হোসেনকে বিভিন্ন অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করে ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কারখানা থেকে নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল জব্দ করে র্যাব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলে, ‘এসব ক্ষতিকর খাবার খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সেই মারা যাচ্ছে।’
অভিযানে র্যাব-৪ এর সিনিয়র এএসপি উনু মংসহ অনেকে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।