আসাম সিভিল সার্ভিসের (এসিএস) এক কর্মকর্তাকে আয়ের তুলনায় অধিক সম্পদ অর্জনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর গঠিত বিশেষ ভিজিল্যান্স সেলের একটি টিম সম্প্রতি কর্মকর্তার বাসায় অভিযান চালায়।
অভিযানে নূপুর বোরার বাড়ি থেকে নগদ ১ কোটি ৯২ লাখ রুপি এবং উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়। পাশাপাশি তার আরেকটি ভাড়া বাড়ি থেকে আরও ১০ লাখ রুপি উদ্ধার করা হয়েছে।
গোলাঘাটের বাসিন্দা নূপুর বোড়া ২০১৯ সালে আসাম সিভিল সার্ভিসে যোগদান করেন। বর্তমানে তিনি কামরূপ জেলার গোরোইমারিতে সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গত ছয় মাস ধরে জমি সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, বরপেটা রাজস্ব সার্কেলে দায়িত্বকালীন সময়ে তিনি অর্থের বিনিময়ে হিন্দুদের জমি বিক্রি করতেন।
এছাড়া, বিশেষ ভিজিল্যান্স সেলের কর্মকর্তারা নূপুর বোরার এক সহকর্মীর বাসায়ও তল্লাশি চালান। ওই কর্মকর্তা বর্তমানে বরপেটায় রাজস্ব সার্কেলে দায়িত্ব পালন করছেন। অভিযোগ অনুযায়ী, নূপুর বোরা সার্কেল অফিসার থাকাকালীন সময়ে তিনি বরপেটা জুড়ে একাধিক জমি অবৈধভাবে দখল করেছিলেন।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।