জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরের জঙ্গি আস্তানা থেকে পলাতক এক নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১২-এর সিরাজগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কমান্ডার ও গণমাধ্যম কর্মকর্তা প্রণব কুমার সরকার।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নব্য জেএমবি সদস্য জুয়েলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি জিহাদি বই ও একটি তালেবানি বইসহ লিফলেট উদ্ধার করা হয়।”
গত ২০ নভেম্বর শাহজাদপুর পৌর এলাকার একটি বাড়ির জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে চার জেএমবি সদস্যকে গ্রেফতার করে র্যাব। জুয়েল এ ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতারকৃত জুয়েল রানা (২০) পাবনার সাঁথিয়া উপজেলার দাড়ামুদা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।