জুমবাংলা ডেস্ক : রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেগেটিভ রোগীকে করোনা পজিটিভ বলে ভর্তি রেখে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের রিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে র্যাব। এসব অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করার আদেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৯ জুলাই) রাতে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে এ তথ্য জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
তিনি বলেন, এছাড়াও এই হাসপাতালে কোভিড-১৯ টেস্টের অনুমতি পাওয়ার আগে থেকে রোগীদের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট দেওয়া হতো। অপরদিকে গত ১ বছর আগেই হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে।
এসব অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করা হবে। হাসপাতালের মালিক ও জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
এর আগে বিকেলে হাসপাতালটিতে অভিযান শুরু করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ইতোমধ্যে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে আটক করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. আশিক বিল্লাহ বলেন, রিজেন্ট হাসপাতালে যে অভিযান চালানো হয় সেই ধারাবাহিকতায় সাহাবউদ্দিন মেডিক্যাল হাসপাতালেও অভিযান পরিচালনা করা হয়। রিজেন্ট হাসপাতালের মতো এখানেও গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।