জুমবাংলা ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টা এলাকার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশেই এডিস মশা ও মশার লার্ভা মিলেছে। খবর ইউএনবি’র।
এর আগে নগরীর দক্ষিণ সুরমা এলাকার কদমতলীতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।
এদিকে পরিচ্ছন্নতাসহ নানা কর্মসূচি পালন সত্ত্বেও নগরীর একেবারে মধ্যবর্তী স্থানে সোমবার এডিস মশার লার্ভা পাওয়া নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় বলেন, সিলেটে শুধুমাত্র এডিস মশার লার্ভা নয় এডিস মশাও পাওয়া গেছে। এডিস মশার এই বংশবৃদ্ধি অবশ্যই বিপদজ্জনক।
‘তাই এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। তা না হলে এই রোগ বৃহদাকারে ছড়িয়ে পরার শঙ্কা বেড়ে যাবে,’ যোগ করেন তিনি।
সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া, সিলেট বিভাগের ৪ জেলা ও নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।