জুমবাংলা ডেস্ক : সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৯৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল এবং ভারতীয় বিয়ারসহ ০২ জন আসামী আটক
অদ্য ০৮ ডিসেম্বর ২০২৪ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, ডিবিরহাওড় বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, শুটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু, ফেন্সিডিল বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা এবং বিয়ারসহ ০২ জন আসামী আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-৯৭,৪৮,১৫০.০০ (সাতানব্বই লক্ষ আটচল্লিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel