স্পোর্টস ডেস্ক : প্রায় তিনঘণ্টার ক্লাসিক এক লড়াই জিতে উইম্বলডন নারী এককের ফাইনালে উঠলেন ইতালির জেসমিন পাওলিনি।
আজ লন্ডনের প্রথম সেমিফাইনালে প্রথম সেট হেরে পিছিয়ে পড়া এই সপ্তম বাছাই দ্বিতীয় সেট জিতে লড়াইয়ে ফিরেছিলেন। কিন্তু অবাছাই ডোনা ভেকিচের বিপক্ষে তৃতীয় সেটটি জিততে প্রচন্ড লড়াই করতে হয়েছে তাকে। ১ ঘণ্টা ২৫ মিনিট স্থায়ী সেটটি টাইব্রেকারে ১০-৮ পয়েন্টে জিতে ফাইনালে উঠে যান ২৮ বছরের জেসমিন।
নিজের ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন কারা, জানালেন লারানিজের ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন কারা, জানালেন লারা
জুনে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা লড়াইয়ে ইগা সোয়ানতেকের কাছে হেরে যাওয়া জেসমিন টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন। একই মৌসুমে এই দুটি আসরের ফাইনালে ওঠার কীর্তি সর্বশেষ দেখিয়েছিলেন সেরেনা উইলিয়ামস ২০১৫ ও ২০১৬ সালে।
ফাইনালে ইলেনা রিবাকিনা ও বারবোরা ক্রাইচিকোভার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল জয়ীর সঙ্গে ফাইনাল খেলবেন জেসমিন পাওলিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।