জুমবাংলা ডেস্ক : যশোরের শার্শা উপজেলার গাজীপাড়া সীমান্ত থেকে এক কেজি ৫১ গ্রাম ওজনের ৯টি সোনার বারসহ মো. কাওছার আলী (৫৫) নামের এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় তাকে গোগার গাজীপাড়া সীমান্ত থেকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার দাদখালি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শার্শার গাজীপাড়া সীমান্ত দিয়ে সোনার চালান ভারতে পাচার হবে, এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেলসহ পাচারকারী কওছার আলীকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৯টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৫১ গ্রাম এবং বাজার মূল্য ৭৩ লাখ ৪০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটককৃত সোনা পাচারকারী বিজিবিকে জানায়- সে স্বর্ণের বারগুলো যশোর জেলার বাগআচড়া নামক স্থান হতে অজ্ঞাতনামা এক ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে যশোরের গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। আটক ব্যক্তিকে সোনাপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।