জুমবাংলা ডেস্ক : বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে ৭টি সদস্য পদের ১টিতে ছাত্র ও ৬টিতে ছাত্রী নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ৩৬৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ৭টি সদস্য পদে মোট ২৯ জন প্রার্থী অংশগ্রহণ করে। এ নির্বাচনে মোট ৩১১ জন ছাত্রছাত্রী ভোট প্রদান করেছে (গড় ভোটের হার ৮৪.০৮ ভাগ)।
ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসার বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিজয়ীরা হলো- চতুর্থ শ্রেণির ছাত্র আবু হুজায়ফা প্রিয়ন্ত ও ছাত্রী ফারহানা ইসলাম নুহা, তৃতীয় শ্রেণির ছাত্রী নুসরাত জেরিন, উম্মে ফারিহা ও মেহেযাবিন এবং পঞ্চম শ্রেণির ছাত্রী সোহানা সারা ও অহনা ইসলাম খুশবু। ছাত্র প্রার্থীদের মধ্যে একমাত্র আবু হুজায়ফা প্রিয়ন্ত বিজয়ী হয়েছে। প্রিয়ন্ত সাংবাদিক রাহাদ সুমনের ছেলে।
এদিকে বানারীপাড়া বন্দর মডেল স্কুলের নির্বাচন পরিদর্শন করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার ও সহকারী শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বানু। এ সময় তারা স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শন করে কোমলমতি শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে দেখে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া বানারীপাড়া বন্দর মডেলসহ উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন। তিনিসহ উপজেলা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ নির্বাচনে বিজয়ী শিশু শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।