আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহারের সঙ্গে জড়িতদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার এ সম্পর্কিত এক নতুন নীতি ঘোষণা করেন। এই নীতি অনুসারে বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের এখতিয়ার পাবে মার্কিন প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানায়, বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার বন্ধ করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই নীতি এল। এতে বলা হয়েছে, সাংবাদিক, অধিকারকর্মী, ভিন্নমতাবলম্বী ও প্রান্তিক বা দুর্বল সম্প্রদায়ের সদস্যদের ‘লক্ষ্যবস্তুতে পরিণত করা, নির্বিচারে বা বেআইনিভাবে নজরদারি, হয়রানি, দমন বা ভয় দেখাতে’ বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহারে জড়িতদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
এ ক্ষেত্রে যারা বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার থেকে সুবিধা বা আর্থিকভাবে লাভবান হবেন, তারাও বিধিনিষেধের সম্মুখীন হতে পারেন বলে উল্লেখ করা হয়েছে দ্য হিলের প্রতিবেদনে।
এ সম্পর্কিত এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহার করে সারা বিশ্বে যেভাবে দমন, তথ্যের অবাধ প্রবাহে বাধা সৃষ্টি, মানবাধিকার লঙ্ঘনের নানা দরজা খুলে দেওয়া হচ্ছে, তা নিয়ে আমেরিকা উদ্বিগ্ন।’ তিনি বলেন, ‘বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার ব্যক্তিগত গোপনীয়তা, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার অধিকারের প্রতি হুমকিস্বরূপ।’
অ্যান্টনি ব্লিঙ্কেন বিববৃতিতে আরও বলেন, ‘আমেরিকা মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে এবং বাণিজ্যিক স্পাইওয়্যার অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে প্রচার চালিয়ে যাবে।’
গত বছরের মার্চে মার্কিন সরকারের বাণিজ্যিক স্পাইওয়্যার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের কাজে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরিতে ব্যবহৃত বাণিজ্যিক স্পাইওয়্যারের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বলা হয়। এতে বিদেশি শক্তি বা অন্য কোনো দেশও যদি এ ধরনের আড়িপাতা সফটওয়্যার বা স্পাইওয়্যার ব্যবহার করে, তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের একটি রাস্তা খুলে যায় মার্কিন প্রশাসনের সামনে।
এর পর আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয় সাইরটক্স, ইন্টেলেক্সা, এনএসও গ্রুপ, ক্যান্ডিরু–সহ বেশ কয়েকটি বড় স্পাইওয়্যার কোম্পানিকে বাণিজ্যিক কালো তালিকাভুক্ত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।