জুমবাংলা ডেস্ক : স্বাধীনতার মাসেই চলে গেলেন ৭১-এর বীর সেনানী স্বাধীনতার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল আলম প্রকাশ রফিক চেয়ারম্যান (৭৯)। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায় কুমিল্লার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এই বীর মুক্তিযোদ্ধা লাকসাম পৌরসভার উত্তর বাজারের বাসিন্দা। তিনি রূপসা ব্রিকস্-এর সত্ত্বাধিকারী এবং উপজেলার আজগরা ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানাহ জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
আজ বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় লাকসাম পৌরসভা প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযা ও রাষ্ট্রীয় মর্যদা প্রদান এবং বেলা সাড়ে ১১টায় আজগরা ইউনিয়নের শুকতলায় নিজ গ্রামে দ্বিতীয় জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।