সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি
ফাইল ছবি

তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান তালুকদার। তিনি জানান, কিশোরগঞ্জগামী প্রাইভেটকার ও ময়মনসিংহগামী মোটরসাইকেলের রামগোপালপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মোটর সাইকেল চালক ও আরোহী গুরুত্বর আহত হন। তাদের দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো.এমদাদুল হক জানান, নিহত দুইজনের মধ্যে শামছুল হক (৬০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গৌরীপুর উপজেলার গাঁওরামগোপালপুরের মৃত শহর আলীর পুত্র। তবে মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি।

হঠাৎ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা